https://www.somoyerdarpan.com/

1625

international

ইউক্রেনের জ্বালানী স্থাপনায় রাশিয়ার হামলা

প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪ ১৬:৫০

রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। স্থানীয় সময় আজ শনিবার (২৭ এপ্রিল) এই হামলা চালানো হয় বলে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কো জানিয়েছেন। হামলায় সরঞ্জামের বেশ ক্ষতি হয়েছে এবং কমপক্ষে একজন জ্বালানিকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

গালুশচেঙ্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, রাশিয়া মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল এবং লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্কের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে বলেছেন, তাদের চারটি তাপবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটিইকে এক বিবৃতিতে বলেছে,‘‘ শত্রুরা আবারও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। কোম্পানির যন্ত্রপাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’’।

গত ২২ মার্চ থেকে রুশ বাহিনী ইউক্রেনীয় জ্বালানি স্থাপনায় বোমা হামলা চালিয়ে আসছে। এছাড়া প্রায় প্রতিদিনই তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য শক্তি অবকাঠামোতে আক্রমণ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাপ উৎপাদনের প্রায় ৮০ শতাংশ এবং জলবিদ্যুৎ ক্ষমতার প্রায় ৩৫ শতাংশ হারিয়েছে।