https://www.somoyerdarpan.com/
1600
international
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:১০
বিলের শর্ত অনুযায়ী, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামি নয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি ব্লক করে দেয়া হবে।
বাইটড্যান্স বিবিসিকে জানিয়েছে, এ পদক্ষেপের বিষয়ে তাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা টিকটক বিক্রি করতে বাধ্য করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে। তবে যদি যুক্তরাষ্ট্র বাইটড্যান্সকে নিজেদের শেয়ার বিক্রি করার জন্য বাধ্য করতে পারে তাহলে তাদের টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে। তবে বেইজিং এরই মধ্যে শক্তভাবে এর বিরোধিতা করেছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চারটি বিলের একটি প্যাকেজের সঙ্গে এ বিলটি পাস হয়েছিলো। ওই প্যাকেজে ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা বিলও ছিল। জানা গেছে, চালুর অল্প সময়ের মধ্যেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠা ভিডিও শেয়ারের অ্যাপটি নিষিদ্ধের জন্য গত শনিবার প্রস্তাব উঠলে তা বড় ধরনের সমর্থন লাভ করে মার্কিন প্রতিনিধি পরিষদে।