https://www.somoyerdarpan.com/
1599
international
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪ ১৩:৪৪
স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি তুলে ধরা হয়। রাজ্যটিতে সংখ্যালঘুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় এতে। এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে ভারতজুড়ে সংখ্যালঘু, সাংবাদিক এবং ভিন্ন মতাবলম্বী ওপর নির্যাতনের উল্লেখ আছে বলে তুলে ধরা হয়।
গেল বছরের মাঝামাঝি থেকে উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত হতাহত হয়েছে বহু লোক। গেল বছরের আরও একটি ঘটনা ঘটে যার ফলে ভারতের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক বিভিন্ন সংঘঠন।
২০২৩ সালে বিবিসির ভারতীয় অফিসে আয়কর বিভাগের তল্লাশির বিষয়টি। নরেন্দ্র মোদিকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রকাশের পর বিবিসির অফিসে এ অভিযান চালানো হয়। ভারতের অন্যান্য অংশেও সরকার ও এর সমর্থকরা সরকারের সমালোচকদের চাপ সৃষ্টি ও হয়রানি করেছে।
২০২৩ সালে ওয়াশিংটন আরেকটি প্রতিবেদন প্রকাশ করে যেটি প্রকাশের পরপরই একে ভ্রান্ত তথ্যসম্বলিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল নয়াদিল্লি।
সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনজুড়েই ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। বলা হয়, এর আগে কখনো দেশটির অবস্থা এতোটা খারাপ ছিল না। যদিও ওয়াশিংটনের এবারের মানবাধিকারবিষয়ক প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মোদি সরকার।