https://www.somoyerdarpan.com/

1572

international

নেতানিয়াহু সরকারকে হটাতে বিক্ষোভে রাস্তায় হাজারো ইসরাইলি

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪ ১৩:০০

আগাম নির্বাচন ও গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবার (২০ এপ্রিল) তেল আবিবে এই বিক্ষোভ হয় বলে জানানো হয়। (সূত্র: রয়টার্স)।

প্রতিবেদনটিতে বলা হয়, বিক্ষোভকারীরা গাজায় হামাসের হাতে বন্দী থাকা ১৩৩ জিম্মিকে মুক্ত করতে ইসরাইল সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করা হয়।

এরপর থেকে গত ৭ মাস থেকে চলছিল গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর তাণ্ডব। গাজায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। উপত্যকাটিতে হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব।

ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেয়া বলে মনে করেন তিনি।

তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া ইয়ালন পিকম্যান নামে এক ব্যক্তি বলেন,

“আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার শুধু আমাদের অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে”।

এদিকে, সমস্ত জিম্মিকে বাড়িতে ফিরিয়ে আনা এবং হামাসকে ধ্বংস না করা পর্যন্ত গাজায় ইসরাইলি অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।