https://www.somoyerdarpan.com/
1567
politics
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪ ১৫:৪০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই কারো পক্ষে অবৈধভাবে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। গণভবনে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীর আত্মীয়-স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।