https://www.somoyerdarpan.com/

1553

international

ইরানের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল প্রায় বদ্ধপরিকর

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪ ১৩:২২

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে সে বিষয়ে ইসরাইল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৭ এপ্রিল) জেরুজালেমে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে এমন কথা বলেন তিনি। (সূত্র: বিবিসি)।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। আর ঔ হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরই জেরে ইসরাইল নিজস্ব ভূখন্ডে ইরানের হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে।

নেতানিয়াহু বলেন,

“আমি পরিষ্কার করতে চাই যে, আমাদের নিজেদের সিদ্ধান্ত আমরাই নেব, আর ইসরাইল নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে পারে”।

বৈঠকে নেতানিয়াহু বারবার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে বৈঠকে ক্যামেরন বলেন,

“ইরানের ওপর ইসরাইলি যে কোনো প্রতিক্রিয়া ‘স্মার্ট’ এবং ‘সীমিত’ হওয়া উচিত”।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের ভয়াবহ হামলার পর যুক্তরাজ্যের ‘সংহতি’ প্রদর্শন করতে তিনি ইসরাইলে এসেছেন।