https://www.somoyerdarpan.com/

1527

international

ইসরাইলি সেনা প্রত্যাহারের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বাস্তচ্যুত ফিলিস্তিনীরা

প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪ ১৪:৩৩

দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরাইল। এ ঘোষণার পরপরই দক্ষিণ গাজার খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।

সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

কয়েক মাস ধরে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে স্থল অভিযান চালাচ্ছিল ইসরাইলি সেনাবাহিনী। রোববার (৭ এপ্রিল) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন,

“দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয়া হয়েছে”। কিন্তু মিশর সীমান্তবর্তী রাফাহ শহরসহ অন্যান্য স্থানে অভিযানের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “ সেনা সরিয়ে নেয়া মানে অভিযান বন্ধ এমনটি বলা যাবে না। তবে গাজায় ইসরাইলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে”।

ইসরাইলের দক্ষিণ গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার খবরের পরই খান ইউনিস শহরে ফিরে আসতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবিধ্বস্ত শহরের পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। 

গত ৭ অক্টোবরের আগে খান ইউনিসে চার লাখেরও বেশি মানুষ বসবাস করত। তবে কয়েক মাসের ইসরাইলের লাগাতার বোমা হামলা ও হামাস সদস্যদের সঙ্গে লড়াইয়ে শহরটির অধিকাংশ স্থানই ধ্বংস হয়ে গেছে। ছয় মাস থেকে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ফিলিস্তিনী নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনী।