https://www.somoyerdarpan.com/
1525
politics
প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪ ১৩:০০
রোববার (৭ এপ্রিল) ধানমন্ডিতে দলটির সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী কুকি চিন নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির বিরুপ মন্তব্যে বলেন,
“পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা। এটি পুরো পাহাড়ের শান্তি বিঘ্নিত করতে পারবে না। সরকার এ নিয়ে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে এ এলাকা পরিদর্শন করে এসেছেন। যৌথ অভিযান চলছে। আর বিএনপি মূলত আন্দোলনের ব্যর্থতা ঢাকতে এখন কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে”।
মন্ত্রী আরও বলেন,
“বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই। তারা আন্দোলনে ব্যর্থ, খালেদা জিয়া আইনি লড়াইয়েও ব্যর্থ, বিএনপি আইনি লড়াইয়ের নামে কালক্ষেপণ করছে। বেগম জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপি কম দায়ী নয়। দলটির নেতাকর্মীরা তারেকের ওপর হতাশ। তাদের নেতা দেশে নেই। আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে। রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না”।
উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “প্রার্থীতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এমপি-মন্ত্রীরা কোথাও প্রভাব বিস্তার করবেন না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। আর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে”।