https://www.somoyerdarpan.com/
1522
international
প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৪ ১৩:৪৯
গত ছয় মাস থেকে ইসরাইলি আগ্রাসনে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকা। তবু ও থেমে নেই ইসরাইলের বর্বরতা। এরইমধ্যে ইসরাইল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে মিশর। যা রোববার (৭ এপ্রিল) কায়রোতে এই আলোচনা হওয়া কথা রয়েছে। তবে এর পূর্বে হামাসের দাবি, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া মানা হবে না কোনো শর্ত। এ আলোচনা বৈঠকে উপস্থিত থাকবেন দেশটির গোয়েন্দা প্রধান। এছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস এই আলোচনায় অংশ নেবেন।
গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার হামাস। এতে অন্তত ইসরাইলি ১২০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরো ২৫০ জনকে হামাস জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে ইসরাইলের টানা হামলায় গাজায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। এর মধ্যে শিশুর সংখ্যা ১৩ হাজারের বেশি।
গাজায় যুদ্ধ বন্ধে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আলোচনা সভা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো শর্ত মানা হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংঠনটির প্রধান ঈসমাইল হানিয়া জানান,
“যেকোনো আলোচনা হতে পারে স্থায়ী যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকা থেকে ইসরাইলি সব সেনা প্রত্যাহার করতে হবে”।
হামাসের অপর নেতা বাসিম নাঈম আল জাজিরাকে জানিয়েছিলেন, তারা তাদের প্রধান শর্তগুলো থেকে সরে আসবেন না। যার অর্থ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হতে হবে এবং ইসরাইলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে।
এদিকে, গেল দু'সপ্তাহ ধরে উপত্যকাটির আল-শিফা হাসপাতালে নারকীয় তান্ডব চালানোর পর কামাল আদওয়ান হাসপাতালই হয়ে উঠেছে গাজার উত্তরাঞ্চলের অন্যতম চিকিৎসালয়। এ অবস্থায় শনিবার হাসপাতালটিতে পৌঁছায় বেশকিছু সরঞ্জামাদি। একইদিন অঞ্চলটিতে আকাশ পথে আরও ৮২টন ত্রাণ সহায়তা পাঠানোর একটি ভিডিও প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা গেছে মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে এ সহায়তা পাঠায় দেশটি।