https://www.somoyerdarpan.com/

1521

politics

সরকারই দেশে ডাকাতদের ভূমিকা পালন করছে: রিজভী

প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৪ ১৩:০৯

ডামি নির্বাচনের সরকার বাংলাদেশকে এমন দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আছে কি না, তা জানেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৭ এপ্রিল) উত্তরায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহেমদের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি। রক্ষার্থে

রিজভী বলেন,

“‘ডামি নির্বাচনের সরকার বর্তমানে বাংলাদেশকে এমন একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে যে এখানে স্বাধীনতা আছে কি না, আমরা বলতে পারি না; সার্বভৌমত্ব রয়েছে কি না, আমরা জানি না। অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা আমাদের দেশে ঢুকে ব্যাংক লুট করছে, হামলা করছে। তারা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে। মানুষ হত্যা করছে। একই জেলার বেশ কয়েকটি থানায় আক্রমণ করেছে, ব্যাংক লুট করেছে। মনে হচ্ছে এখানে কোনো ভদ্রলোক বাস করছে না। মনে হচ্ছে অর্থসহ সবকিছূর মালিক ডাকাতরা। সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না। মূলত সরকার নিজেরাই যেখানে ডাকাতদের ভূমিকায় রয়েছে, সেখানে তো জনগণের কোনো নিরাপত্তা থাকতে পারে না। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে”।

একইসাথে তিনি সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন,

“‘দেশে গণতন্ত্র তো নেই-ই, একটি দেশ বারবার আমাদের সীমান্তে আক্রমণ করছে, প্রায় প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করছে; কিন্তু শেখ হাসিনা সরকার তার প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। আমাদের ন্যায্য পানির অধিকার শেখ হাসিনা সরকার আদায় করতে পারে নি। এভাবে তো একটি দেশ চলতে পারে না। আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তো আমরা বিকিয়ে দিতে পারি না। সেজন্য মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন অব্যাহত রাখব”।