https://www.somoyerdarpan.com/
1519
international
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪ ১৪:২০
গত সোমবার ( ১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি যুদ্ধবিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ আরও ১১ জন নিহত হয়েছে। তেল আবিবের এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করে তেহরানের নেতারা এর কড়া জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।
গত ৪ এপ্রিল নিহত জেনারেলদের জানাজার নামাজে অংশ নেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এসময়, হত্যার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই হত্যার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে ইসরাইলের জন্য।
তবে কূটনৈতিক মিশনে হামলার ওই ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরাইল।
এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, পাল্টা জবাব দিতে ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহু ফাঁদে পা না দিয়ে সরে দাঁড়াতে সতর্ক করেছে তেহরান।
এক্ষেত্রে ইরান বলেছে, “যুক্তরাষ্ট্রের উচিত আঘাত না পেতে একপাশে সরে দাঁড়ানো। তবে এর জবাবে তেহরানকে যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা করতে নিষেধ করেছে মার্কিন প্রশাসন”।
অন্যদিকে, ইরানের প্রতিশোধের ভয়ে এরইমধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ইসরাইল। সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।