https://www.somoyerdarpan.com/

1514

international

তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ ভূমিকম্পের আঘাত!

প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:২২

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে ১৫.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর জেরে তাইওয়ান ও এর আশেপাশের এলাকাগুলোতে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পের পর কমপক্ষে ৯ বার ৪ মাত্রা বা তার বেশি মাত্রার আফটারশক আঘাত হানে। ২৫ বছরের মধ্যে এটি তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে কর্মকর্তারা জানিয়েছেন। জরিপ অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে। সেখানে একাধিক ভবন ধসে ও হেলে পড়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, রাজধানী তাইপেইতে অবস্থিত ভবনগুলো শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে। একইসাথে পাহাড়ি অঞ্চল ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে।

স্থানীয় গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া আবাসিক ভবন, বাড়ি ও স্কুল থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।  তবে ভূমিকম্পে প্রাণহানির খবর না পাওয়া গেলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইন্টারনেট মনিটরিং গ্রুপ ‘নেটব্লক’ অনুসারে, দ্বীপটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ইন্টারনেট বিভ্রাটের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর জাপান ও ফিলিপাইনে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য জাপান সে সতর্কতা তুলে নেয় ও আফটারশকের জন্য সতর্ক থাকতে বলে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। তাইপেইয়ের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন ফু বলেছেন, “সমগ্র তাইওয়ান ও উপকুলীয় দ্বীপগুলোতে এ ভূমিকম্প অনুভূত হয়... যা ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল”।

এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭.৬-মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার ফলে ২ হাজার ২০০ জন মানুষ প্রাণ হারায় ও পাঁচ হাজার ভবন ধ্বংস হয়ে যায়।