https://www.somoyerdarpan.com/
1511
international
প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪ ১৫:৩৩
সোমবার ( ১ এপ্রিল) মধ্যপ্রাচ্যে সরকারি সফরে আসা সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় এমন কথা জানিয়েছেন সানচেজ। তিনি জানান, গ্রীষ্মের আগেই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে স্পেন। এর আগে ৯ মার্চ সানচেজ বলেছিলেন তিনি স্পেনের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করবেন।
স্পেনের সঙ্গে আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টার নেতারাও একটি যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়,
“দেশগুলির নেতারা একমত হয়েছেন যে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। যেখানে ইসরাইল এবং ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করতে পারবে”।
গত ৭ ই অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি। ইসরাইলের নির্বিচারে হামলা চালানোর ফলে বিশ্বমানবতা জেগে উঠে। দেশে দেশে শুরু হয় যুদ্ধবিরতির আন্দোলন।