https://www.somoyerdarpan.com/

1503

international

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে বাইডেন

প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪ ১২:৫৩

গাজায় ইসরাইলি আগ্রাসনের সমর্থনের কারণে আবারও তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৭ মার্চ) নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময় তাকে থামিয়ে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরে স্লোগান দিতে থাকেন ফিলিস্তিনসমর্থকরা।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি নিজের আমলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাসহ তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছিলেন। ঠিক এমন সময়েই গাজার নারীও শিশুদের হত্যা সেখানকার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কয়েকজন বিক্ষোভকারী। আন্দোলনকারীদের স্লোগানের কারণে এক পর্যায়ে নিজের বক্তব্য বন্ধ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি।

এদিন নর্থ ক্যারিলাইনায় বাইডেনের গাড়িবহর যাওয়ার সময় রাস্তার দুপাশেই গাজায় যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন করতে থাকেন শত শত মানুষ। এর আগেও বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার ফিলিস্তিনসমর্থকদের আন্দোলনের কারণে বিড়ম্বনার শিকার হতে হয়েছে বাইডেনকে।

গেল ৭ অক্টোবর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইল। সেই হামলার শুরু থেকেই তেল আবিবকে নগ্ন সমর্থন দিয়েছে ওয়াশিংটন। সেইসাথে সামরিক থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনের কারণে দেশটির ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন। পাশাপাশি ইসরাইলি হামলার প্রতিবাদে চলতে থাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ-প্রতিবাদ।

একপর্যায়ে তীব্র সমালোচনার মুখে গাজায় হঠাৎ করেই মানবিক সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতির জন্য ইসরাইলের ওপর চাপ দিতে থাকে ওয়াশিংটন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবেও প্রথমবারের মতো ভেটো দেওয়া থেকে বিরত থাকে দেশটি।