https://www.somoyerdarpan.com/

1497

international

মস্কোতে কনসার্ট হলে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র পূর্ব থেকেই সতর্কবার্তা দিয়েছিল!

প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪ ১৫:০৫

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক। কয়েকজন বন্দুকধারী মুখোশ পরে কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ওই কনসার্ট হলে কিশোর-কিশোরীদের নাচের প্রতিযোগিতা চলছিল।

রাশিয়ার রাজধানী মস্কোতে বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে এ নিয়ে রাশিয়াকে দুই সপ্তাহ আগে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস বলেছে, “আমরা এই মাসের শুরুতে রাশিয়াকে সতর্ক করেছিলাম”। গত ৭ মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস একটি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থীদের হামলার পরিকল্পনার খবর পাওয়া গেছে। এ সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথা ও বলা হয়।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন,“মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত হামলার তথ্য ছিল। বড় সমাবেশ বা কনসার্টগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে বলেও সতর্ক করা হয়”।

মস্কোতে এ হামলার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এই দলটি (আইএস-কে) রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসছে। দুই বছর ধরে তারা রাশিয়াকে টার্গেট করে রেখেছে এবং প্রায়ই তাদের প্রচারণায় পুতিনের সমালোচনা করে।

এ ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের মাইকেল কুগেলম্যান বলেছেন,“ আইএসআইএস-কে মনে করছে রাশিয়া মুসলিমদের নিয়মিত নিপীড়নের মধ্যে ফেলছে”।

রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছিল। বিস্ফোরণে মস্কোর পশ্চিমাঞ্চলের ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে। প্রথমে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা তাস জানিয়েছে, গুলি ও বিস্ফোরণের ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ সংখ্যাটি জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।