https://www.somoyerdarpan.com/

1496

international

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘে প্রথমবারের মতো চীন-রাশিয়ার ভেটো প্রদান

প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪ ১৪:১১

গাজায় যুদ্ধবিরতির সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে গতকাল শুক্রবার ভেটো প্রদান করেছে চীন ও রাশিয়া। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের সমর্থনে প্রস্তাব পেশ করে। এর আগে জাতিসংঘে তোলা গাজার যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বন্দি বিনিয়ম ও যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

গাজার নিরাপত্তা নিশ্চিত ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা আলোচনার জন্যই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা পঞ্চম দিনে পৌছেছে।

একইসাথে চলমান আছে অন্যান্য শহরগুলোতে অবিরত বোমাবর্ষণ। রাফাহ ও খান ইউনিস শহরে গতকাল বাড়িঘরে বোমা হামলায় ১১ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৩১ হাজার ৯৮৮ ফিলিস্তিনি নিহত ও ৭৪ হাজার ১৮৮ জন আহত হয়েছে।

অন্যদিকে গাজার ১১ লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধা ও অনাহারের সঙ্গে লড়াই করছে বলে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিষয়ক মূল্যায়নে বলা হয়েছ।