https://www.somoyerdarpan.com/

1494

politics

বাংলাদেশের অগণতান্ত্রিক নির্বাচনে ভারত সহযোগী ছিল বলে দাবি বিএনপি নেতাকর্মীদের

প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪ ১২:৪৩

সব গণতান্ত্রিক দেশের কাছে ৭ জানুয়ারির নির্বাচন অগ্রহণযোগ্য দাবি করে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন,“ ভারত এই নির্বাচনে সরকারকে সহযোগীতা করছে। তাই জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে। ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপির সংহতি অব্যাহত থাকবে”।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন,

“বিএনপি সারাদেশে শক্তি অর্জন করছে। কারামুক্ত নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। সরকার পতনের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে”।

জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।

ফারুক আরও বলেন,

“চলমান রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ডামি সরকার দেশের মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি। গণতন্ত্রের কথা মুখে বলে তারা এর পরিবর্তে গণতন্ত্র হরণ করেছে। একই সাথে সব পণ্যের দাম বেড়েই চলেছে। রমজানে মানুষ যেন দুবেলা খেতে পারে, এজন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরী”।

দেশের জনগণের স্বার্থে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।