https://www.somoyerdarpan.com/

1489

international

দুর্নীতিবিরোধী অভিযানে পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

প্রকাশিত : ২১ মার্চ ২০২৪ ১৩:০৪

ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন। বুধবার (২০ মার্চ) এ ঘোষণা দিয়েছে তার দল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (রয়টার্স)।

থুংয়ের পদত্যাগপত্র গ্রহণের পর দেশটির সরকার বলছে, এ পদত্যাগ দেশটির রাজনৈতিক অস্থিরতার লক্ষণ। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা হারাবে।

এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি জানিয়েছে, থুং দলটির নিয়ম লঙ্ঘণ করেছে এবং জনমতকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। এছাড়া দল, রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে তার সুনামকে প্রভাবিত করছে।

প্রেসিডেন্টের এ পদত্যাগের পিছনে কারণ হিসেবে জানা গেছে, দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতারের শঙ্কা ছিল থুংয়ের। ১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ছিল। যদিও বিষয়টিকে রাজনৈতিক অর্ন্তদ্বন্দের হাতিয়ার হিসেবে বিবেচনা করছেন সমালোচকরা।

বার্তা সংস্থা এপি বলছে, ২ বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন থুং। এর আগে তার পূর্বসুরি নগুয়েন জুয়ান ফুক দুর্নীতিবিরোধী অভিযানে বহিষ্কৃত হন।