https://www.somoyerdarpan.com/
1475
international
প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪ ১৩:৪৪
সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মে মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম সোমবার ৩ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৩৭ ডলারে। একইসঙ্গে এপ্রিলে সরবরাহ হতে যাওয়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ সেন্ট বেড়ে ৮১ দশমিক ১৪ ডলারে ঠেকেছে।
এর কারণ হিসেবে গত সপ্তাহে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনিয়ান ড্রোন হামলার পর ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় তেলের দামে প্রভাব পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
এ ব্যাপারে তেলের বাজার বিশ্লেষণ প্রদানকারী ভান্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন,“রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনিয়ান ড্রোন হামলার পর ভূ-রাজনৈতিক ঝুকি বেড়ে যাওয়ার ফলে তেলের দাম ও বৃদ্ধি পেয়েছে।”