https://www.somoyerdarpan.com/

1472

politics

নিজের প্রতিজ্ঞার কথা উল্লেখ করে স্বাক্ষর করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪ ১৪:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি : সংগ্রহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিদর্শন বইয়ে নিজের প্রতিজ্ঞার কথা উল্লেখ করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ ১৭ মার্চ ২০২৪, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবস। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের সকল শিশুর উন্নত ভবিষ্যৎ ও উন্নত জীবন নিশ্চিত করব।’

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‌‘যে মহান ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে রবিবার সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ১০টা ৪০ মিনিটে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মানাজাতে অংশ নেন তারা।