https://www.somoyerdarpan.com/

1464

politics

দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিরাজ করছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৪ ১২:৫৯

ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন,

“ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেশি মাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের উপর নানান কায়দায় দমন পীড়ন চালানো হচ্ছে। সেইসাথে মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে জুলুমের নগরীতে পরিণত করা হচ্ছে।”

মো.কফিল উদ্দীনের জামিন না মঞ্জুর  এবং কারাগারে পাঠানোর ব্যাপারে তিনি বলেন,

“মো. কফিল উদ্দিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা এর আরেকটি বহিঃপ্রকাশ। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্জিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে।”

বিবৃতিতে কফিল উদ্দিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং নিশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।