https://www.somoyerdarpan.com/

1459

international

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তার আহ্বান জাতিসংঘের

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪ ১৩:৪০

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৮৫ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের আবেদন জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (১৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ শরণার্থী সংস্থা এ আহ্বান জানায়( আলজাজিরা)।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিলেও দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে তেমন উদ্যোগ নেয়া হয়নি।

এ অবস্থায় বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীর জীবন-যাপন ও ভরণপোষণ জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থা সহায়তা দিয়ে আসলেও গেল কয়েক বছর ধরে তাতে ভাটা পড়ে গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সহায়তা দিয়ে আসলে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তা কমে যায়।নতুন করে গাজা সংকটের কারণেও কমছে সহায়তা।

এমন পরিস্থিতিতে বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গাদের সাহায্য বাড়ানোর আহ্বান জানায় এর শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তায় ৮৫ কোটি মার্কিন ডলারের বেশি আবেদন জানায় সংস্থাটি।

এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়,বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রায় ৯৫ শতাংশই অরক্ষিত ও মানবিক সহায়তার উপর নির্ভরশীল।

মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সংহতি ও শরণার্থী সুরক্ষা আগের চেয়ে বেশি প্রয়োজন বলেও জানায় সংস্থাটি।

এছাড়া, গতবছর জাতিসংঘ ও এর অংশীদাররা রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য দেশগুলোর কাছে ৮৫ কোটি ডলারের বেশি চেয়েছিল। কিন্তু পেয়েছিল মাত্র ৪৪ কোটি ডলার। রোহিঙ্গা ক্যাম্পে যারা সহায়তা পাচ্ছেন তাদের ৭৫ শতাংশের বেশি নারী ও শিশু।