https://www.somoyerdarpan.com/

1444

politics

রমজানে ইফতার পার্টির পরিবর্তে ত্রাণ বিতরণে আগ্রহী আওয়ামী লীগ:ওবায়দুল কাদের

প্রকাশিত : ১১ মার্চ ২০২৪ ১৪:১১

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রমজানে আওয়ামী লীগ কোনো ইফতার পার্টি করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মানুষের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমন্ডলীর সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

রমজানে যারা বাজারে দাম বাড়াবে তাদের ব্যাপারে সরকার কঠোর আছে বলে জানান সেতুমন্ত্রী। এ ছাড়া রোজার মাসে সংযম না করে আন্দোলন করলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও জানান তিনি।

লন্ডনে পলাতক তারেক রহমানকে ‘দুর্নীতির বরপুত্র’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 

“বিএনপি তাকে যতই নেতা বানানোর চেষ্টা করুক জনগণ কখনোই তাকে নেতা মানবে না। পক্ষান্তরে তারেক রহমান যতদিন দলটির নেতা হিসেবে থাকবে তাদের অবস্থা আরও খারাপ হবে।”

বিএনপির নেতারা জেলে থাকা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,

“দলটির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে বিদেশিদের কাছে নালিশ করে এই অসম্মানজনক কাজটি চালিয়ে যাচ্ছেন তারা।নিরপরাধ কেউই নিপীড়িত হচ্ছেন না।যারা জ্বালাও-পোড়াও করছেন তাদেরকে জনস্বার্থে ছাড়া দেয়া হবে না।”

দলটির নেতারা এতকিছুর পরও সুপ্রিম কোর্টের নির্বাচনে দলটির সমর্থিত প্যানেলে সভাপতি নির্বাচিত হয়েছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরুপে নিরাপদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 

“বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।২৩৩টি নির্বাচন একযোগে হয়েছে। নির্বাচনটি যথাসম্ভব শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই নির্বাচন সম্পর্কে দেশে- বিদেশে অনেক অপপ্রচার চালানো হয়েছে।তারপরও সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের টার্ন আউট ঈর্ষণীয়। ৬০ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছেন। তাই নির্বাচনের ওপর মানুষে আগ্রহ হারিয়েছে তার কোনো ভিত্তি নেই। জনগণের আগ্রহ আরও বাড়ছে। প্রধানমন্ত্রীর হাতে নির্বাচন ব্যবস্থা নিরাপদ, স্থানীয় নির্বাচনে তা আবারও স্পষ্টরুপে প্রমাণিত হয়েছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান,“সারা বিশ্বে প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রশংসনীয়। শেখ হাসিনা নিজেই সম্পদ। বাংলাদেশ সুদৃঢ় নেতৃত্বে দাঁড়িয়ে আছে। বিদেশিদের সঙ্গে যদিও বন্ধুত্ব করি কিন্তু বিদেশিদের কথায় রাজনীতি করি না”।