https://www.somoyerdarpan.com/

1442

politics

বিএনপিকে বিষধর সাপ বলে আখ্যা দিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম

প্রকাশিত : ১১ মার্চ ২০২৪ ১২:৫৪

৭ জানুয়ারির নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি ও তার দেশীয় বন্ধুরা এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (১০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাচন উপলক্ষে ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কর্মী সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

কামরুল ইসলাম বলেন,

“বিএনপি বিষধর সাপ, যে কোনো সময় আবারো ফণা তুলতে পারে। ওই দলটি তৎসঙ্গে তাদের বিদেশি বন্ধুরা ৭ জানুয়ারির নির্বাচনকে বিতর্কিত করতে এখনো বিরুপ মন্তব্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে কারসাজির ব্যাপারে ও সকলের সতর্ক থাকা উচিত।”

তিনি আরও বলেন,

“এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্রের কারণে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে  এতে জনগণকে সংঘবদ্ধ থেকে সরকারকে সহায়তা করার অনুরোধ রহিল।”