https://www.somoyerdarpan.com/
1436
international
প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪ ১৫:২৮
ছবি : সংগৃহীত
স্থানীয় সময় শুক্রবার (৯ মার্চ) ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
আগামী সোমবার বা মঙ্গলবার চাঁদ দেখার উপর নির্ভর করে হিজরি ক্যালেন্ডার অনুৃযায়ী রমজান মাস শুরু হতে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়,গাজায় যুদ্ধবিরতি সম্ভব কি না প্রশ্ন করলে বাইডেন বলেন,“এটা কঠিন মনে হচ্ছে।”
এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন সতর্কবার্তা দিয়েছিলেন,“পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি তৈরী হবে।”তিনি এ কথা বলেন, যুদ্ধবিরতির বিষয়টি সম্পূর্ণ হামাসের উপর নির্ভর করছে।
গত বছরের গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে।এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল।তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেনও আহত হয়েছেন ৭২ হাজার ১৯৮ জন।
রমজানের আগে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে সংগঠিত আলোচনা সভা ভেঙে দেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়,ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৮ মার্চ) গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কোন দেশের বিমান হতে ত্রাণ ফেলা হয়েছে তা নিশ্চিত করে বলা যায়নি।