https://www.somoyerdarpan.com/

1427

international

নিরীহ ফিলিস্তিনীদের সহায়তায় আর্ন্তজাতিক আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪ ১৪:০৯

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক বিচারিক আদালতকে (আইসিজে) জরুরি ভিত্তিকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।একই সঙ্গে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দেশটি।

গাজায় নির্বিচারে বোমাবর্ষণের পরও থেমে থাকেনি ইসরায়েলি বাহিনীর বর্বরতা। তারা অতীব প্রয়োজনীয় খাবার ও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ।অবরুদ্ধ গাজায় খাবার ও পানির তীব্র সংকট চলছে।অবরুদ্ধ অঞ্চলটিতে নেই বিশুদ্ধ পানি। শুকনো খাবার আর পানির জন্য চলছে হাহাকার।প্রতিদিনই খাবারের অভাবে মারা যাচ্ছে অনেকে। এছাড়াও অপুষ্টিতে ভুগছে কয়েক লাখ শিশু।

অসহায় ফিলিস্তিনিদের সহায়তায় অনেক দেশ এগিয়ে এলেও ত্রাণ সহায়তা পৌছাতে দিচ্ছে না ইসরাইল। বুধবার (৬ মার্চ) রাফাহ ক্রসিংয়ে কয়েকটি ট্রাক প্রবেশ করতে চাইলেও তা আটকে দেয়া হয়।

 গাজায় এমন ভয়াবহ মানবিক পরিস্থিতিতে নিরীহি ফিলিস্তিনিদের রক্ষায় আবারও আন্তর্জাতিক আদালতের দারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা।অসহায় মানুষগুলোকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষায় ইসরায়েলের প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে দেশটি।

বুধবার জারি করা এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে,‘‘গাজার জনগণের আর অপেক্ষা করার মতো সময় নেই (খাবারের জন্য)।”

এদিকে শুধু খাবার আটকেই ক্ষান্ত হয়নি তেল আবিব,প্রতিনিয়তই তারা গাজার বিভিন্ন অঞ্চলে তাণ্ডবও চালাচ্ছে ।বুধবার উত্তার গাজার একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দখলদার বাহিনী। এতে প্রাণ হারান বহু ফিলিস্তিনী।