https://www.somoyerdarpan.com/
1426
politics
প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪ ১৩:১৭
ছবি : সংগৃহীত
আজ বৃহস্পতিবার (৭মার্চ) সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,
“যারা আজকে ৭ মার্চকে অস্বীকার করে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সত্যিই বিশ্বাস করে কিনা সন্দেহ আছে। বাংলাদেশের ইতিহাস,স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না।”
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধৃুৃ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিয়মানুযায়ী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।