https://www.somoyerdarpan.com/

1419

international

মালদ্বীপের সাথে প্রতিরক্ষা চুক্তিতে চীন: মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে তোড়জোড় শুরু

প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪ ১৩:৩৩

ছবি : সংগ্রহীত

নিজের ভারত-বিরোধী অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেই তিনি জানিয়েছেন,“ আগামী ১০ মে’র পর ভারতীয় কোনো সেনা সদস্য মালদ্বীপে থাকবে না। এমনকি, বেসামরিক পোশাকেও তারা দেশটিতে অবস্থান করতে পারবে না।”

বার্তা সংস্থা পিটিআই’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

মালদ্বীপ থেকে চিরতরে ভারতীয় সৈন্য প্রত্যাহারের বিষয়ে দুই দেশ আগেই সম্মত হয়েছিল কিন্তু মালদ্বীপের তিনটি বিমানবন্দরের মধ্যে একটির দায়িত্ব নিতে একটি ভারতীয় ‘বেসামরিক দল’ দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছানোর সপ্তাহ না পেরোতেই দিল্লির উদ্দেশে এমন কড়া বার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট মুইজ্জু।

এক্ষেত্রে সেনা প্রত্যাহারে দেশটির জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন,

“অনেকে বলার চেষ্টা করছে যে, ভারতীয় সেনারা চলে যাচ্ছে না, তারা ইউনিফর্ম পাল্টে বেসামরিক পোশাকে ফিরে আসছে। কিন্তু আমাদের এমন চিন্তাভাবনা থাকা উচিত নয়, যা আমাদের মনে সন্দেহ তৈরি করে।”

তিনি আরও বলেন,

“দেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার ক্ষেত্রে তার সরকারের সাফল্য নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তারা পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। ”

দেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলেন,

“১০ মে থেকে দেশে (মালদ্বীপে) কোনো ভারতীয় সেনা থাকবে না। ইউনিফর্ম এবং বেসামরিক পোশাকেও নয়। আমি এটি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি।”

গত ২ ফেব্রুয়ারি দিল্লিতে  ভারত-মালদ্বীপ দুই পক্ষের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে হয়। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ভারত ১০ মে’র মধ্যে মালদ্বীপে তিনটি বিমানবন্দরে থাকা ভারতীয় সেনাদের স্থানান্তর করবে। সেই প্রক্রিয়ার প্রথম ধাপ ১০ মার্চের মধ্যে সম্পন্ন হবে।

অন্যদিকে , চীনের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপ। এর ফলে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে দ্বীপরাষ্ট্রটি।

 চুক্তিতে বলা হয়,‘শক্তিশালী’ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য সোমবার মালদ্বীপের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে চীন। মালদ্বীপের প্রেসিডেন্ট তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছে বিধায় অল্প কয়েকদিনের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর করা হলো। 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে,“ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সঙ্গে দেখা করেন।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়,“মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এটি উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।