https://www.somoyerdarpan.com/
1415
international
প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪ ১৭:২৮
সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের সব কর্মীদের জন্য প্রতিদিন কর্মঘন্টা দুই ঘন্টা করে কমানোর ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে গালফ নিউজ।
জানা গেছে, প্রতি সোম থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের কাজের সময় হবে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর প্রতি সপ্তাহের শুক্রবার এ সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও শর্তসাপেক্ষে প্রতি শুক্রবার ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেয়া হবে বলেও জানানো হয়েছে।