https://www.somoyerdarpan.com/

1415

international

পবিত্র রমজান মাসে মুসল্লিদের একটু স্বস্তি দেওয়ার ইচ্ছা আরব আমিরাতের

প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪ ১৭:২৮

পবিত্র রমজান মাসে কর্মীদের ওপর থেকে কাজের চাপ কমাতে প্রতি বছরই নানা উদ্যোগ নিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ।এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কর্মঘণ্টা কমানো। এজন্য এবার সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের সব কর্মীদের জন্য প্রতিদিন কর্মঘন্টা দুই ঘন্টা করে কমানোর ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। 

সোমবার (৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে গালফ নিউজ।

জানা গেছে, প্রতি সোম থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের কাজের সময় হবে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর প্রতি সপ্তাহের শুক্রবার এ সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও শর্তসাপেক্ষে প্রতি শুক্রবার ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেয়া হবে বলেও জানানো হয়েছে।