https://www.somoyerdarpan.com/
1414
international
প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪ ১৭:০৫
ছবি : সংগ্রহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে রবিবার বক্তৃতায় এ আবেদন জানান তিনি।
হ্যারিস বলেছেন,“গাজার পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় অন্তত ছয় মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা দরকার।গাজায় যাতে আরো মানবিক সাহায্য ঢোকে তার ব্যবস্থা করতে,কোনো অজুহাত দেওয়া চলবে না।”একই সঙ্গে গাজায় অপর্যাপ্ত ত্রাণসহায়তা নিয়ে হ্যারিস ইসরায়েলের সমালোচনা করেছেন।
ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রচণ্ড চাপের মুখে,তখন এমন মন্তব্য করলেন তার ভাইস প্রেসিডেন্ট।
যুদ্ধবিরতির আলোচনায় হামাসের প্রতিনিধি দল মিসরে পৌঁছেছে।কাতার ও মিসরের প্রতিনিধিরাও হামাসের সঙ্গে সেই আলোচনায় যোগ দিয়েছেন। রমজান শুরু হওয়ার আগে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এই আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিরা যোগ দেননি। হামাসের সঙ্গে আলোচনার পর সেই খসড়া ইসরায়েলের প্রতিনিধিদের পাঠানো হবে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হন। তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। সেদিন হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সেই হামলার পাল্টা জবাবে গত ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। যেখানে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে হামাসের কাছে ইসরায়েল দুইটি বিষয় জানতে চেয়েছে-
প্রথমত,এখনো ১০০ জন জিম্মি হামাসের হাতে বন্দি,তাদের মধ্যে কতজন বেঁচে আছেন।
দ্বিতীয়ত , ইসরায়েল জানতে চায়, ওই জিম্মিদের মুক্তির বিনিময়ে কতজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন,“ হামাস দাবি করছে, তারা যুদ্ধবিরতি চায়। ভালো কথা।। একটি চুক্তির প্রস্তাব আলোচনার টেবিলে আছে। হামাসের এই চুক্তির ব্যাপারে রাজি হওয়া উচিত।”
আজ সোমবার ওয়াশিংটনে ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজের সঙ্গে হ্যারিসের বৈঠক হওয়ার কথা আছে।