https://www.somoyerdarpan.com/

1410

international

নির্বাচনের আগে মার্কিনিদের মধ্যে জো বাইডেনের চেয়ে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে!

প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪ ১৩:৩৪

ছবি : সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বেশি আস্থা মার্কিনিদের। শনিবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম‘ নিউইয়র্ক টাইমস’র প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে অংশগ্রহণকারী প্রধান দুই দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের চূড়ান্ত মনোনয়ন নিয়ে তুমুল লড়াই চলছে।মার্কিন গণমাধ্যম অনুসারে, আবারও মুখোমুখি হতে যাচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।

এতে যদিও জো বাইডেনকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত করা নিয়ে মার্কিনিদের মধ্যে যথেষ্ট  আস্থার ঘাটতি রয়েছে। এমনকি তিনি যেভাবে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন এ নিয়ে শঙ্কিত রয়েছেন মার্কিনিরা। এ কারণে জনপ্রিয়তা অর্জনে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের প্রতি অনাস্থা

আসন্ন নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে নিউইয়র্ক টাইমস ও সায়েনা কলেজ। জরিপের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে ৪ শতাংশ।  ধারণা করা হয় এই মুহুর্তে নির্বাচন হলে ৪৮ শতাংশ মার্কিনি ট্রাম্পকে ভোট দেবেন। অন্যদিকে, বাইডেনের পক্ষে ভোট প্রদানের কথা জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিনি।

জরিপটিতে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। এতে বলা হয়,২০২০ সালে যারা বাইডেনকে ভোট দিয়েছেন, তাদের ৭৫ শতাংশ মনে করে, বাইডেনের বয়স অনেক বেশি। আর ৪৫ শতাংশ মনে করেন দেশকে নেতৃত্ব দিতে যোগ্য নন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। এমনকি গত নির্বাচনে বাইডেনকে যারা ভোট দিয়েছিলেন, তাদের ১০ শতাংশই বলছেন, আগামী নির্বাচনে তারা ট্রাম্পকে ভোট দেবেন। অন্যদিকে, গত নির্বাচনে ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন, এবারও তাদের ৯৭ শতাংশ তাকেই সমর্থন করছেন।

দেশব্যাপী নিবন্ধিত ভোটারদের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপটি বলছে, বর্তমানে দেশটির চারজনের মধ্যে একজন ভোটার মনে করেন যে যুক্তরাষ্ট্র সঠিক পথেই এগোচ্ছে। অপরদিকে অধিকাংশ ভোটারই মনে করেন, মার্কিন অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে।