https://www.somoyerdarpan.com/
1397
international
প্রকাশিত : ০২ মার্চ ২০২৪ ১৫:৫২
ভয়ংকর দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশ। দাবানল পাশের রাজ্য ওকলাহোমায়ও ছড়িয়েছে। উত্তর টেক্সাসে এক হাজার সাত শ বর্গমাইল বা চার হাজার চার শ বর্গকিলোমিটার বনভূমিজুড়ে দাবানল জ্বলছে। যা টেক্সাসের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানল।
বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্ট) জানায়, ১১ লাখ একরজুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে ইতোমধ্যে দুইজনের প্রাণহানি এবং সহস্রাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। টেক্সাসের উত্তরাঞ্চলের পেনহেন্ডল এলাকায়ে এই দাবানলের তীব্রতা সবচেয়ে বেশি। যেখানে মানুষের পাশাপাশি গবাদি পশুও ঝুঁকিতে রয়েছে।
পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে টেক্সাসে সবচেয়ে বেশি পশু উৎপাদন হয় এবং প্রায় ৮৫ শতাংশ পশুই পেনহেন্ডেল অঞ্চলের। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসাব মতে, টেক্সাসে এক কোটি ২০ লাখ পশু রয়েছে।
সেখানকার কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার দাবানল ওই অঞ্চলের খামারগুলোর আশেপাশের চারণভূমিতে ছড়িয়ে পড়লে খামারিরা তাদের পশু বাঁচাতে হিমশিম খাচ্ছেন। তারা আরও জানায় এতে করে কৃষিসম্পদ ও ধ্বংস হচে্ছ।
সেখানে সর্বত্র মৃত প্রাণী পড়ে থাকতে দেখা গেছে এবং খামারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি কাউন্টিতে একটি হেলিকপ্টার থেকে আগুনের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিবেদনে যা বলা হয়েছে, আগুনে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে। টেক্সাসের উত্তরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে বলা হয়েছে, দাবানল পরিস্থিতি সপ্তাহান্তে আরো খারাপ হতে পারে।
এদিকে টেক্সাসের একটি খামারের কর্মী জেফ চিসাম বলেন, “এ পরিস্থিতি চোখে দেখে স্থির থাকা কঠিন।” তাঁর স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে রাস্তায় রাস্তায় মৃত গরু পড়ে থাকতে দেখা যায়।
টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন একই স্থানে এসে মিশেছে। যা প্রতিবেশী ওকলাহোমায়ও ছড়িয়েছে। মাত্র ৫ শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। তবে বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য টেক্সাসে গিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বাইডেন বলেছেন, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়াস চালাতে বলেছেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন। জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।