https://www.somoyerdarpan.com/
1371
entertainment
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৫:২৪
“গ্যারান্টি দিয়ে বলতে পারি ,‘এই‘ দরদ’ নিউজের আগে একজন বাংলাদেশি নায়িকা,গায়ক,গায়িকা,অডিয়েন্স,পরিচালক,প্রযোজক কেউই ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে।এটা স্বপ্ন ছিলো সবার কাছে।যা শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে।৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমো..এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা। আমার প্ল্যান কিন্তু বাংলা সিনেমার প্রোমোশন, শুধু দরদের প্রোমোশন না। এটা কথা পরিস্কার করে বলছি, আমরা যা করছি সব কিছু একটা অনেক পুরনো একটা ইরানি ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, কোন লোকাল বাংলাদেশী কোম্পানি আমাদের কাজের সাথে যুক্ত না।”
তিনি স্পষ্পভাবে জানিয়েছেন,‘আমার প্ল্যান কিন্তু বাংলা সিনেমার প্রোমোশন, শুধু ‘দরদ’-এর প্রোমোশন না। একটা কথা পরিস্কার করে বলছি, আমরা যা করছি সব কিছু অনেক পুরানো একটা ইরানি ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, কোনো লোকাল বাংলাদেশি কোম্পানি আমাদের কাজের সাথে যুক্ত না।’
এ সিনেমা প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন,‘দরদ’ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এর গল্প। একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি।
‘দরদ’ সিনেমাটি সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত। সিনেমায় অভিনয়ে আরও রয়েছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।