https://www.somoyerdarpan.com/

1366

politics

বাঙালির সব অর্জনের মূলে রয়েছে আওয়ামী লীগ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৭:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাঙালির যা কিছু অর্জন-প্রাপ্তি তা একমাত্র আওয়ামী লীগের কারণেই  সম্ভব  হয়েছে- বলে দাবি করেছেন  আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান শহীদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তেজগাওয়েঁ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা দাবি করেন।

তিনি বলেন,“১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়।ঐদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়।শহীদ মিনার নির্মাণের জন্য পরিকল্পনা নিয়ে বরাদ্দ দেয়া হয়।কিন্তু ১৯৫৮ সালের ৭ অক্টোবর মার্শাল ল জারি হয়। সে সময় একটি সংবিধান রচনা হয়েছিল। সেখানে কিন্তু উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়েছিল।

আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় আর ছাত্রলীগ ৪৮ সালে।প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের অসহনীয় ভূমিকা রয়েছে।বাংলার সকল প্রাপ্তির মূলে রয়েছে আওয়ামী লীগ এবং এটিই হলো বাস্তবতা।একটি বিজাতিও ভাষা আমাদের ওপর চাপিয়ে দেয়ার যে প্রচেষ্টা চালিয়েছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু।ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়েছে। অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা দ্বিধায় ছিল তিনি (বঙ্গবন্ধু) আবার ভাষা আন্দোলেন কী ভূমিকা রেখেছিলেন। কিন্তু দেশের মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে গেছেন তিনি।”

তিনি আরও বলেন ,ইতিহাসকে বিকৃত করা এক শ্রেণীর মানুষের মজ্জাগত সমস্যা, তাদের কিছুই ভালো লাগে না, কোনো ভালো কাজই তাদের পছন্দ হয় না।জাতির পিতার অবদানকে খাঁটো করার চেষ্টা হলেও কোনো লাভ হয়নি। কারণ, ইতিহাস মুছে ফেলা যায় না।