https://www.somoyerdarpan.com/
1360
international
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৬:৫২
ভারত বাংলাদেশে ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ রপ্তানি করতে যাচ্ছে বলে জানায় দেশটির গণমাধ্যম।
ভারত সরকার বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশে ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। যদিও সরকারিভাবে এখন ও পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি তবুও ভারতীয় গণমাধ্যমের দাবি,এ পেঁয়াজ রফতানির সিদ্ধান্তটি বাংলাদেশ,নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাসের জন্য প্রযোজ্য হবে।আর এ বাণিজ্য পুরোটাই হবে সরকারি পর্যায়ে।
বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই ভারত সরকারের এমন সিদ্ধান্ত যা কিনা নজিরবিহীন। গত ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্র সরকার জানিয়েছে,কেন্দ্রীয় সরকার তাদের রাজ্য থেকে ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছে। জানা গেছে, এর মধ্যে বাংলাদেশে রফতানি হবে ৫০ হাজার মেট্রিক টন।সম্প্রতি বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারত সফরে গিয়ে পেঁয়াজ-চিনিসহ প্রয়োজনীয় পণ্য রফতানি স্বাভাবিক করতে দিল্লিকে অনুরোধ জানান। সেইসাথে বাংলাদেশের জন্য একটি কোটা পদ্ধতি চালুরও প্রস্তাব দেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন,‘রমজানের আগেই বাজারে থেকে আমদানি করা পেঁয়াজ ও চিনি সরবরাহ করতে পারবে। তিনি আরও বলেন,৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক চিনির চাহিদা দিয়েছি আমরা ।২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনির প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু আমরা প্রত্যাশা করছি, আমাদের চাহিদার পুরোটাই আমরা রোজার আগে নিয়ে আসতে পারব।’ গত বছরের ৮ই ডিসেম্বর ভারতের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। সে সময় জানা যায় , স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে বাজার নিয়ন্ত্রণে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করা হয়েছে।