https://www.somoyerdarpan.com/

1352

international

গাজায় ফের হাসপাতালে হামলা; বন্ধ চিকিৎসা সেবা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৯:০২

গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন না প্রায় দুই শতাধিক রোগী। ইসরায়েলি জিম্মি উদ্ধারের নামে গত ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ গাজা উপত্যকার স্বাস্থ্যসেবার মেরুদণ্ড নাসের মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে হামলা চালায়। রোববার (১৮ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানিয়েছেন ,“গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের নাসের হাসপাতাল মাত্র চারজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে চলছে”।

তিনি আরও জানান,

“জ্বালানীর অভাব এবং হাসপাতালটির চারপাশে ইসরাইলের ক্রমাগত হামলার জন্য এর কার্যক্রম ঠিকমত চলছে না”।

বার্তা সংস্থা রয়টার্সের দেয়া সাক্ষাৎকারে আশরাফ আরও বলেন

নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজা উপত্যকার স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। এর কার্যক্রম বন্ধ করা মানে খান ইউনিস এবং রাফাহতে কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষের জন্য মৃত্যুদণ্ডের সমান।রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,“ নাসের হাসপাতালে প্রায় ২শ জন রোগী ভর্তি আছেন। আর হাসপাতালটি প্রায় এক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি সেনারা।”গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ২৪ হাজার ৯শ ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ৬৮ হাজার ৮শ ৮৩ জন।