https://www.somoyerdarpan.com/

1346

sylhet

লাগামহীন দ্রব্যমুল্য বৃদ্ধিতে নিঃস্ব আজ দরিদ্র মানুষ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৮:৩৭

ছবি : সংগ্রহীত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিটি পর্যাযে সিন্ডিকেট করে  দেশের সাধারণ মানুষদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার। সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে যা সাধারণ মানুষজনদের

 দিশেহারা বানিযে দিযেচে।এই শীতের মওসুমেও কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, মুলা ৪০ টাকা, কচুরমুখী ১০০টাকা, বেগুন ৮০ টাকা, ঢেঁড়স ১০০টাকা, মুরগীর ডিম ৮০ টাকায় কিনে সন্তানের মুখে খাবার তুলে দিতে শেষ সম্বল বিক্রি করতে বাধ্য হওয়া কোটি কোটি দরিদ্র মানুষ ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিয়েছে।

সরকারই সিন্ডিকেট তৈরি করে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তাই দেশকে সংকটমুক্ত করতে হলে এই সরকারের বিদায় নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।

শনিবার বাদ যোহর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ করার পূর্বে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার  গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার  হরণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য নতজানু পররাষ্ট্রনীতি এবং আপোষকামিতার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও হুমকীর মুখে ফেলেছে।আবার অরক্ষিত সীমান্তে দেশের নাগরিকগণ একের পর এক খুন হচ্ছেন।

তাই সরকারের বিরুদ্ধে অব্যাহত সাহসী লড়াই তীব্রভাবে গড়ে তুলতে হবে। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্টা করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে মজলুম জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।