https://www.somoyerdarpan.com/
1341
politics
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৪:৪২
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করছেন ওবায়দুল কাদের।
এ সময় জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সাক্ষাৎ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনা হতে পারে। তবে আমাদের অবস্থান সব সময় স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যুদ্ধে বিরোধী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি নিয়ে তিনি বলেন, আদালত তাকে মুক্তি দিতে চাইলে, তিনি তা পাবেন। এটা আদালতের বিষয়। সরকারের কথায় আদালত চলবে না। জামিন দেয়া আদালতের এখতিয়ার। বিচার চলবে, মামলাও চলবে এটা আদালতের বিষয়।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।