https://www.somoyerdarpan.com/
3487
bangladesh
প্রকাশিত : ১৮ জুন ২০২৫ ১৩:১৭
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর পৌনে ৫টার দিকে ওই সীমান্তে দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিজিবি অধিনায়ক বলেন, ‘মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করে বিএসফ। পরে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিলেন।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।