https://www.somoyerdarpan.com/
3483
international
প্রকাশিত : ১৭ জুন ২০২৫ ১৩:১৪
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরাইলের হামলায় নিহত ২
ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রধান কার্যালয় ভবনে ইসরাইলি হামলায় প্রতিষ্ঠানটির একজন নিউজ এডিটরসহ আরো একজন কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার সূত্রে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সোমবার অর্থাৎ হামলার দিন দেশটির গণমাধ্যম জানিয়েছিল, ওই হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। তবে আজ ওই নিউজ এডিটরের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দুইজন হলো।
গতকাল ওই ভবনের ইসরাইলি হামলার ফুটেজে দেখা গিয়েছিল, আইআরআইবির ভবনে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে স্টুডিওর আলো নিভে যায় এবং কর্মরতদের মাথার ওপর ধ্বংসাবশেষ ভেঙ্গে পড়ে। এরপর মুহূর্তেই সম্প্রচার বন্ধ হয়ে যায়। সম্প্রচার চালু হতে এক ঘণ্টা সময় লাগে।