https://www.somoyerdarpan.com/

3472

international

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা নিয়ে যা বলল হামাস

প্রকাশিত : ১৪ জুন ২০২৫ ১৪:১০

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা নিয়ে যা বলল হামাস

ইরানের ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলাকে ‘সফল ও কার্যকর’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল-রিশেক। স্থানীয় ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেন, এই হামলায় ইসরায়েলের অহংকার চূর্ণ হয়ে গেছে।

রিশেক বলেন, ইসরায়েলের তথাকথিত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা এখন সেই আগুনেই পুড়ছে, যা তারা বহু বছর ধরে এই অঞ্চলের নিরীহ মানুষের ওপর জ্বালিয়ে রেখেছিল।

তিনি আরও যোগ করেন, আয়রন ডোম এবং ডেভিডস স্লিংয়ের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত প্রচারণাই চালানো হোক না কেন, বাস্তবে এগুলো ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।

হামাসের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ইরানের পাল্টা জবাব প্রমাণ করে দিয়েছে যে, সব অহংকার একদিন চূর্ণ হয় এবং প্রতিটি আগ্রাসনেরই শাস্তি অনিবার্য।

রিশেকের এমন মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।