https://www.somoyerdarpan.com/
3247
international
প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:২১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘটনায় তিন দিনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ এই তথ্য জানায়। খবর এনডিটিভির।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।
পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ইমরান খান ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দলের উচিত, অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা।ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী বলেন, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় পিটিআই। দলটির মিডিয়া সেল থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিষ্ঠুর-নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। এর আগে এই বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।