https://www.somoyerdarpan.com/
3135
international
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:০০
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ এ নির্দেশ দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ভিডিও বার্তায় হিজবুল্লাহ বলেছে, উত্তর ইসরায়েল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটার ভেতর পর্যন্ত বসবাসকারী ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।
এই এলাকায় অন্তত ২ লাখ ইসরায়েলি বাসিন্দা বসবাস করে। হিজবুল্লাহর এ ভিডিও বার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
এতদিন একই কায়দায় সতর্ক বার্তা পাঠিয়ে গাজা ও লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলত ইসরায়েল। এরপর ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এবার একই কায়দায় সতর্ক বার্তা পাঠাল হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। আইডিএফের দাবি, নিহতদের মধ্যে প্রায় ১ হাজার জন হিজবুল্লাহ কমান্ডার ও যোদ্ধা রয়েছে।
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এরপর থেকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে নেতানিয়াহু সরকার।