https://www.somoyerdarpan.com/

2599

entertainment

১৩ টন ত্রাণ নিয়ে শিল্পীরা বানভাসি মানুষের পাশে

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪ ১৭:২২

১৩ টন ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশী মিউজিশিয়ানদের সংগঠন ‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্লাটফর্ম।

চলমান বন্যার ভয়াবহতা বিবেচনা করে গেল সপ্তাহ থেকেই ত্রাণ সংগ্রহের জন্য একটি আবেদন জানায় প্লাটফর্মটি। সারা দেশে সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। ব্যক্তিগতভাবে ও দলগতভাবে অর্থ, খাদ্য, কাপড় এবং ওষুধ সংগ্রহ করে ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসেন শিল্পীরা।

এই প্লাটফর্ম থেকে জানানো হয়, গত ২৬ আগস্ট এই একটি টিম দুটি কাভার্ড ভ্যানে প্রায় ১৩ টন ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে দুইদিন স্থানীয় ভলান্টিয়ারদের সমন্বয়ে গঠিত টিম প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরাসরি বন্যা কবলিত মানুষদের হাতে পৌঁছে দিয়েছে। ৫টি টিম ৫টি ভিন্ন ভিন্ন ক্রাইসিস এরিয়ায় অপারেশন চালিয়েছে। এরপর ২৭ আগস্ট জগতপুর থেকে মুহুরি নদীর ভাঙা বাঁধ অতিক্রম করে এবং কুতুবপুর থেকে গতিয়া নদীর পাড় পর্যন্ত দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয়।

এর আগে গত ২৫ আগস্ট সারাদিনই চলেছে ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের কাজ। সেখানে সাহায্য করেছে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী। তার আগের রাতে প্রচুর বৃষ্টির মধ্যেও ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গা থেকে ক্রয় এবং সংগ্রহ করার কাজ চলেছে।

‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্ম সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট ১৭ লাখ টাকা সংগ্রহ করেছে প্ল্যাটফর্মটি। এছাড়া বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেমন এসিআই, আকিজ, বসুন্ধরা, ডেককো, ইনসেপটা, একমিসহ অনেক প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওষুধ এবং খাদ্য সামগ্রী সরবরাহ করেছে।