https://www.somoyerdarpan.com/

2568

sylhet

স্থানীয়দের দাবির মুখে হল ত্যাগ করছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪ ১৫:৪৩

স্থানীয়দের দাবির মুখে হল ত্যাগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)র আবাসিক হলের শিক্ষার্থীরা। সোমবার (২৬ আগস্ট) থেকে হল ত্যাগ করতে শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্যাম্পাসে স্থানীয় জনগণ মিছিল নিয়ে আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগ আছে এমন অভিযোগ এনে সন্ধ্যা সাতটার মধ্যে আবাসিক হল ছাড়ার আল্টিমেটামে দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হল ত্যাগ করেন।

শিক্ষার্থীরা বলেন, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ মুক্ত করা হয়েছে। এরপর যারা হলে অবস্থান করেছে, তারা সাধারণ শিক্ষার্থী। এরপরেও ছাত্রলীগের ‘বি টিম’ ও ‘ছাত্রলীগের দালাল’ দাবি করে হল ছেড়ে দিতে বাধ্য করা হয় তাদের।

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, হলগুলোতে ছাত্রলীগ রয়েছে এমন অভিযোগে স্থানীয়রা ক্যাম্পাসে প্রবেশ করে। তখন স্থানীয়রা উত্তেজিত হয়ে হলের শিক্ষার্থীদের বের করে দিতে হয়। সমন্বয়করা ঘটনাটি জানতে পেরে সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। তবে সেনাবাহিনী কিংবা প্রশাসনের কেউ না আসায় স্থানীয়রা আরও মারমুখী হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এসে পরিস্থিতি সামাল দেন।

উল্লেখ্য, শাবিপ্রবির ছেলেদের তিনটি আবাসিক হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী হল ত্যাগ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনেকে এখনও বাড়িতে অবস্থান করতেছেন।