https://www.somoyerdarpan.com/

2517

sylhet

কানাইঘাট সীমান্তে সাবেক বিচারপতি মানিক আটক

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪ ১২:৪৭

ভারতে অনুপ্রবেশের সময়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার কানাইঘাট সীমান্তে ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ এক খুদে বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের কানাইঘাট সীমান্ত  থেকে আটক করা হয়েছে। ভারতে পালানো চেষ্টাকালে তিনি আটক হন।’

এর আগে গতকাল বৃহস্পতিবার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন।

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই’র টকশো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।