https://www.somoyerdarpan.com/
2390
sylhet
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪ ১৪:৫৯
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি টাকায় নিজের বাড়ির রাস্তা পাকা করলেন ফয়জুন নেছা নামক এক নারী ইউপি সদস্য। গ্রামের চলাচলের একাধিক জনগুরুত্বপূর্ণ রাস্তা পাকা না করে নারী ইউপি সদস্য তার নিজের বাড়ির রাস্তা পাকা করায় এলাকায় চলছে নানান সমালোচনা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (এডিবি) থেকে দেড় লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করিয়ে নিজের বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তাটি ইটসলিং কাজ করেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ফয়জুন নেছা। ওই রাস্তাটি চৌধুরীবাজার-কৌলা সড়কে অবস্থিত কারিতাস অফিস সংলগ্ন প্রধান সড়ক থেকে দক্ষিণমুখী এলাকায় পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দেড় লাখ টাকার প্রকল্পে মহিলা সদস্য ফয়জুন নেছার বাড়ির প্রবেশমুখে মাত্র ৬০ ফুট দৈর্ঘ্যের রাস্তা করা হয়। বাকি টাকা ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা ভাগ-বাটোয়ারা করে নেন।
কৌলা গ্রামের প্রবীণ মুরুব্বি ও রাজনীতিবিদ মোতাহের আলম চৌধুরী বলেন, ‘সরকারি টাকা দিয়ে গ্রামের রাস্তার কাজ হবে এটাই নিয়ম। কিন্তু আমাদের এলাকায় সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারী সদস্যের বাড়ির রাস্তার কাজ করা মোটেই ঠিক হয়নি।’
অভিযুক্ত সংরক্ষিত মহিলা সদস্য ও প্রকল্প সভাপতি ফয়জুন নেছার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর কোনো কথা না বলে ফোনটি কেটে দেন।
রাউৎগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান বলেন, ‘ওয়ার্ডের ভেতর কোনো প্রকল্প নেয়ার আগে ওয়ার্ড পর্যায়ে সভা করতে হয় কিন্তু এই প্রকল্প অনুমোদনে কোনো সভা হয়নি। গ্রামের মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ রাস্তায় কাজ করা দরকার ছিল।’
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি বলেন, ‘প্রকল্পটি নেয়ার পূর্বে প্রথমে ওয়ার্ড পর্যায়ে সভা করে প্রস্তাবনা দিলে পরিষদের সভায় সেটি অনুমোদন দেয়া হয়। তবে রাস্তাটি যে ইউপি সদস্যের ব্যক্তিগত রাস্তা সেটি আমার জানা ছিল না। ভবিষ্যতে এই ধরনের প্রকল্প অনুমোদনে সতর্ক থাকবো।’